হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার উদ্বোধন

নড়াইল অফিস :

নড়াইলে শুরু হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা। শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলি, সহ সভাপতি জাকি আহমেদ রিপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ। নড়াইলের মত একটি ছোট জেলায় জাতীয় পর্যায়ে এমন খেলা দেওয়ার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশ হকি ফেডারেশন ধন্যবাদ জানিয়ে বলেন, আজ যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে পারে খেলাখূলা তাই আমাদের যুব সমাজকে অন্তত বিকালে মাঠে আনতে হবে।

প্রতিযোগিতায় পটুয়াখালী , মেহেরপুর, মাগুরা যশোর কুষ্টিয়া ও স্বাগতিক নড়াইল জেলা অংশগ্রহন করছে। উদ্বোধনী দিনে মোট দুইটি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় পটুয়াখালী জেলা স্বাগতিক নড়াইল জেলাকে ১-০ গোলে ও যশোর জেলা ৫-০ গোলে কুষ্টিয়া জেলাকে পরাজিত করে শুভ সূচনা করে। আগামী ০৯ অক্টোবর এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন