নড়াইল অফিস :
নড়াইলে ১৫৭ অস্বচ্ছল খেলোয়াড় কে ২৭ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪ জন মারাত্মক অসুস্থ্ খেলোয়াড়কে ২ লক্ষ টাকা করে এবং ১৫৩ জনকে মোট ২৭ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। ২১ সেপ্টেমবর বুধবার সকালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব অনুদান চেক দেওয়া হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিক এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকু,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী,নড়াইল জেলা ক্রীড়া অফিসার মো.কামরুজ্জামান,নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, ফুটবল কোচ ও সাংবাদিক কার্ত্তিক দাস,লোহাগড়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হায়াতুজ্জামান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তা মো.লতিফুর সরকার প্রমুখ।
টেবিল টেনিস,অ্যাথলেটিকস,ক্রিকেট,বক্সিং,হ্যান্ডবল এই সকল ক্রীড়ার সাথে জড়িত অস্বচ্ছল খেলোয়াড় ও সংগঠকদের এসব অনুদান প্রদান করা হয়। মারাত্মক অসুস্থ্ ৪ জন ২ লক্ষ , ৫৫ জনকে ২৪ হাজার এবং করোনা কালীণ সময়ে ৯৮ জনকে ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
