নড়াইল অফিস:
নড়াইলে ১১৭-তম বেঙ্গল এক্সক্লুসিভ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলা বাজারে মেসার্স সুমন অ্যালুমিনিয়াম এর তত্ত্বাবধানে বেঙ্গল এক্সক্লুসিভ শপের উদ্বোধন করা হয়।
আন্তর্জাতিক মানের নিত্য ব্যবহার গৃহস্থালির প্লাস্টিক পন্য সামগ্রী ও গুনগতমানের বাহারি ডিজাইনের প্লাস্টিক ফার্নিচার সুলভ মুল্যে বেঙ্গল প্লাস্টিকসের পন্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লোহাগড়া বাজারে এই শোরুমের উদ্বোধন করা হয়। ফিতে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বেঙ্গল পলিমার ওয়্যারস লিঃ এর ডিজিএম (ফার্নিচার) হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং মোহাম্মাদ রাশেদ উল আলম,ডি জি এম (হাউসওয়্যার) ফজলে রাব্বী,মার্কেটিং বিভাগের খায়রুল ইসলাম,স্থানীয় পরিবেশক মোহাম্মাদ সুমনসহ শহরের ব্যবসায়ী,ক্রেতা সাধারন।