হোম খুলনানড়াইল নড়াইলে হোন্ডা চালক ও বাজারে মূল্যতালিকা এবং ভাউচার সংরক্ষণ না করায় ৮ জনকে জরিমানা

নড়াইলে হোন্ডা চালক ও বাজারে মূল্যতালিকা এবং ভাউচার সংরক্ষণ না করায় ৮ জনকে জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে বেপরোয়া হোন্ডা চালক ও বাজারে মূল্যতালিকা এবং ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৮ জনকে ৪২০০ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নড়াইলের রূপগঞ্জ বাজার ও টার্মিনালে বাজার মনিটরিং করে বেপরোয়া গাড়ি চালক ২ জন ও বাজার মূল্য তালিকা না টানানো এবং ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৬ জনকে জরিমানা করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজকে নড়াইলের রূপগঞ্জ বাজারে গিয়ে সেখানে বেপরোয়া ভাবে গাড়ি চালানো,বিশেষ করে হোন্ডা চালানোর কারণে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ জন ব্যক্তিকে জরিমানা করা হয়।পাশাপাশি বাজারে মূল্য তালিকায় না টানানোর কারণে এবং ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৬ জন ব্যক্তিকে জরিমানা করা হয়। এই নিয়ে মোট আটটি মামলায় মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করেছি। আমরা বাজার মনিটরিং করার সময় অনেক লোক দেখে সতর্ক হয়ে যায়। পরবর্তীতে অনেকেই হেলমেট পড়া, গাড়িতে লুকিং গ্লাস ব্যবহার করা, মূল্য তালিকা টানানোর বিষয়টা গুরুত্বের সাথে দেখে। অনেকেই দেখা যাচ্ছে সতর্ক হয়ে যাচ্ছে এবং মূল্য তালিকা টানিয়ে রাখছে। অনেকে হেলমেট পরিধান করছে যাতে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন