নড়াইল অফিস:
নড়াইল সদর উপজেলায় মহাসড়কে দুর্ঘটনায় সুমন শেখ (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার (২৯ জুন) ভোর বেলার দিকে নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি নামক এলাকায় দুর্ঘটনা ঘটে।
তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সুমন শেখ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মো. রাশেদ শেখের ছেলে।
পুলিশ জানায়, নিহত ভ্যানচালক সুমন ভোর সাড়ে ৫টার দিকে নড়াইল থেকে ভ্যান নিয়ে নিজ বাড়ি বাঘারপাড়ায় ফিরছিল। প্রতিমধ্যে ঘটনাস্থল নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি
এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সুমন নামে ওই ভ্যানচালক ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নড়াইল সদর হাসপাতালে আনলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মনির হোসেন বলেন, সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যাবস্থা নেয়া হবে।