হোম খুলনানড়াইল নড়াইলে স্বভাবকবি বিপিন সরকারের জন্মশতবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপি উৎসবের উদ্বোধন

নড়াইল অফিস:

দক্ষিন-পশ্চিম অঞ্চলের অন্যতম স্বভাবকবি বিপিন সরকারের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপি জন্মোৎসব শুরু হয়েছে। বিপিন সরকার স্মতি রক্ষা পরিষদের আয়োজনে শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে নড়াইলের সুলতান মে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস। অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ,স্বভাবকবি বিপিন সরকার স্মতি রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মায়া রাণী বিশ্বাস,প্রমুখ। দু’দিনব্যাপি জন্মেৎসবে মধ্যে রয়েছে কবির কর্মের উপর সেমিনার, রচিত কবিতা আবৃত্তি, বিপিনগীতি, হালুই গান, সারি গান, অষ্টক গান ও অষ্টক যাত্রাপালা।

স্বভাবকবি বিপীন সরকার ১৮টি অষ্টক যাত্রাপালা, ১৪টি পালাগান,১ হাজারের বেশী কবিতা, প্রায় ৫শ হালুই/সায়ার, ধুয়া, বারাসিয়া, সারি, ভাব, ভাটিয়ালি, অষ্টক ও ধর্মীয় গান লিখেছেন। তাঁর গান-কবিতায় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মময় জীবন, সুখ-দুঃখ, হাসি-আনন্দ, অনুভূতি, জীবনাচার, প্রেম, বিরহের পাশাপাশি ঈশ্বরের বন্দনা, সাম্প্রদায়িক সম্প্রীতি উচ্চারিত হয়েছে।

অসাধারণ পান্ডিত্যের অধিকারী বিপিন সরকার অবসরে, চলতি পথে, কথার ফাঁকে, যেকোনো অবস্থায় গান-কবিতা লিখতে পারতেন, সুর করতেন এবং গানও গেয়ে শোনাতেন।

স্বভাব কবির এসব গান-কবিতা নৌকার মাঝি ও কৃষাণ-কৃষাণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ১৯২৩ সালের ২২ ডিসেম্বর নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামে এই কবি জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ২৭ নভেম্বর মৃত্যবরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন