নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সাব–রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি জাতীয় করণের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি কর্মসূচি পালিত হয়েছে। ২২ মে বৃহসপতিবার বেলা ১১ টায় সাব–রেজিস্ট্রি অফিসের সামনে নকল নবিশরা এই কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে নড়াইলে কর্মরত শতাধিক নারি পুরুষ এই কর্মসুচিতে অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন , দেশের রাজস্ব খাতে আমাদের অবদান রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি। কোনো সরকারই তাদের দাবি পূরণ করেনি। তারা অন্তর্র্বতী সরকারের কাছে চাকরি জাতীয়করণের দাবি জানান।
আরও বলেন, আমাদের দাবি যৌক্তিক। আমরা যৌক্তিক দাবিতেই আন্দোলন করছি। আমাদের তো রাজস্ব খাতে অবদান আছে তাহলে কেন আমাদের চাকরি জাতীয়করণ করা হবে না। সরকার কি আমাদের কান্না দেখে না। আমরা চাই দ্রæত আমাদের দাবি মেনে নেওয়া হোক। এ সময় বক্তব্য দেন নড়াইল নকল নবিশ এসোসিয়েশনের সভাপতি মো: শাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা,সাংগঠনিক সম্পাদক নাজমা খাতুন,কোষাধ্যক্ষ লিপিকা তরফদার,উজ্জল কুন্ডুসহ অনেকে।
মানববন্ধন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাবনা দ্রæত অনুমোদনের দাবিতে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।