নড়াইল অফিস :
নড়াইলের উদীয়মান তরুন সাদাত রহমান শিশুদের নোবেল খ্যাত“ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে । সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান, আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো. মুনিরুজামান মল্লিক, চেম্বার অফ কমার্সের নড়াইলের সভাপতি মো. হাসানুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মুক্তিযোদ্ধা এস এ মতিন,সাদাতের বাবা মো. সাকায়াৎ রহমান, মাতা মোসাম্মৎ মলিনা বেগম, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকে ।
সাদাত রহমান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশের সম্মান বয়ে আনতে পেরে খুব ভালো লাগছে। ‘ততদিন পর্যন্ত কাজ চালিয়ে যাব যতদিন পর্যন্ত বিশ্বে সাইবার বুলিং এর অভিযোগ থাকবে। কিভাবে ইন্টারনেটকে আরও নিরাপদ করা যায় এবং কিশোরদের সম্পূর্ণ নিরাপদ করার জন্য ৬৪টি জেলায় দ্রত সাইবার টিনস-এর অ্যাপ বিস্তারের চেষ্টা করবো।এটি পুরো বিশ্বের জন্য একটি মডেল হবে। এই পুরষ্কারের সমূদয় অর্থ দেশে শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যয় করা হবে বলেও তিনি জানান। নড়াইল আব্দুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সাদাত রহমান গেলো ১৩ নভেম্বর নেদারল্যান্ড ভিত্তিক বে-সরকারি সংগঠন ‘কিডস রাইটস’ অনুষ্ঠিত ‘শিশুদের নোবেল খ্যাত আন্তরর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২০তে ভূষিত হন। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নোবেলজয়ী মালালা ইউসুফজাইর হাত থেকে বিজয়ী সাদাত রহমান এ পুরস্কার গ্রহন করেন ।