হোম অন্যান্যসারাদেশ নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নড়াইল অফিস :

নড়াইলে মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদÐপ্রাপ্ত পলাতক আসামি জিয়াউল ওরফে জিয়াউর শেখকে (৩৮) গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (২০আগস্ট) দুপুরে সদর পৌরসভার চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কালিয়া থানার পুরুলিয়া গ্রামের মৃত মান্নান শেখের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়দেব কুমার বসু ও এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর পৌরসভার চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করে।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে থানা হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন