হোম খুলনানড়াইল নড়াইলে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের

নড়াইলে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ নড়াইলে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন। শনিবার(১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন। নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে শুরুতেই জেলার নানা ধরনের অসঙ্গতি এবং বৈষম্য তুলে ধরে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য রাখের কেন্দ্রীয় সমন্বয়ক মো.ওয়াহিদুজ্জামান(ঢাবি),মাহামুদা গিনি(সমন্বিত বেসরকারী বিশ^বিদ্যালয়),নাদিরা শাহরিয়ার,হাসিবুর রহমান(ঢাবি),মিনহাজুর রহমান(ঢাবি)। এছাড়া কুষ্টিয়া সদরের মেহেদী হাসান(ঢাবি),যশোর সদরের সাঈদ আফ্রিদী(ঢাবি) এবং নড়াইল ভিক্টোরিয়া কলেজের আল শাহরিয়া আমিন বক্তব্য রাখেন। এর আগে সমন্বয়কগন আন্দোলনে আহতদের পরিবারের সাথে কথা বলেন।

নবাগত পুলিশ সুপার কাজী এহসানুর কবীর,পুলিশের ৪ থানার ওসিগন,সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। জেলা বি এনপি সভাপতি সাধারন সম্পাদক,জামায়াতে ইসলামীর জেলা আমির ও সম্পাদক সহ গন অধিকার পরিষদ ও বিভিন্ন ইসলামীক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার নানা ধরনের দখল ও সহিংসতা নিয়ে বক্তারা কথা বলেন।

বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ভুয়া নামধারী ছাত্রদের ব্যাপারে প্রশাসনকে সাবধান করে দিয়ে বলেন-আপনারা আইনের সঠিক রাস্তায় কাজ করবেন,এখানে ছাত্র পরিচয়ে কেউ সুবিধা নেবার চেষ্টা করলে প্রতিহত করুন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন