নড়াইল অফিস :
“বৃক্ষপ্রানে প্রকৃতি-পরিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার(২০আগষ্ট) দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে এসে শেষ হয়।
বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এই মেলার উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন নড়াইলের পৌর মেয়র আনজুমান আরা,অতিঃ পুলিশ সুপার রিয়াজুল ইসলাম,জেলা আ.লীগের সভাপতি এড.সুবাস চন্দ্র বোস,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা,ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এড.নজরুল ইসলাম, নার্সারী মালিক সমিতির জেলা সভাপতি মুনির শরিফ,আওয়ামীলীগ নেত্রী এড.রমা রায় প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা মেলা প্রঙ্গন ঘুরে দেখেন। জেলা শিল্পকলা একাডেমী চত্ত¡রে বসা এই মেলা চলবে ২৬ আগষ্ট পর্যন্ত।
উদ্বোধনী দিনে বৃক্ষরোপনে অবদান রাখায় কয়েকজন নার্সারী মালিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়। জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে এবারের মেলায় কৃষিবিভাগ সহ অন্ততঃ ২০টি স্টল বসেছে।
