নড়াইল অফিস:
নড়াইলে সংখ্যালঘু এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ আক্টোবর শুক্রবার সকালে নড়াইল সদরের মুলিয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুলিয়া ইউনিয়ান বাসীর আয়োজনে ২ ঘন্টা ব্যাপি মানববন্ধনে এলাকার কয়েকহাজার নারীপুরুষ অংশ নেন। এ সময় এলাকার বর্তমান চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী ও সাবেক চেয়ারম্যান বিপুল কুমার শিকদার, ইউপি মেম্বর অপুর্ব বিশ্বাস,ইউনিয়ান আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দিপক বিশ্বাসসহ এলাকার অনেকে বক্তব্য দেন।
মানববন্ধনে মুলিয়া গ্রামের বাসিন্দা সরকারি প্রাইমারী স্কুলের শিক্ষক, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক কল্যান দাস অভিযোগে বলেন, ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ নড়াইল এলাকার নজরুল ইসলাম ও সাধনসহ কয়েকজন তার বাড়িতে গিয়ে তাকে মারধর করে এবং জীবন নাশের ভয় দেখিয়ে বেতনের চেক বইয়ে ১১ লাখ টাকা লেখিয়ে স্বাক্ষর করে নিয়ে যায়। আমি এখন চরম নিরাপত্তা হীননতায় ভুগছি ,এব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি, এখনো কোন সামাধান পাইনি । এই অত্যাচার,নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে বাচতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।