হোম খুলনানড়াইল নড়াইলে শেষ হল ১৫ দিন ব্যাপি টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচি

নড়াইলে শেষ হল ১৫ দিন ব্যাপি টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচি

কর্তৃক Editor
০ মন্তব্য 103 ভিউজ

নড়াইল অফিস:

টেবিল টেনিসের সুতিকাগার নড়াইলে শেষ হল ১৫ দিন ব্যাপি টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচি । নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টেবিল টেনিস উপ পরিষদের আয়োজনে নড়াইল টেবিল টেনিস কমপ্লেসে এ প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারতের জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষক অভিজিৎ রয় চৌধুরীর তত্তাবধায়নে এ প্রশিক্ষন কর্মসূচি শুরু হয়।

১৫ ফ্রেরুয়ারী তারিখে শুরু হয়ে আজ শুক্রবার পহেলা মার্চ দুপুরে শেষ হয়। প্রতিদিন সকাল ও বিকালে দুই বার এ প্রশিক্ষন প্রদান করা হয়। ছেলে মেয়ে ও বিভিন্ন বয়সের শতাধিক খেলোয়াড় প্রশিক্ষন কর্মসুটিতে অংশগ্রহন করে।

ভারতীয় প্রশিক্ষক অভিজিৎ রয় চৌধুরী বলেন, নড়াইলে প্রচুর প্রতিভাবন খেলোয়াড় আছে। তবে ১৫ দিনের প্রশিক্ষন দিলে হবে না দীর্ঘ প্রশিক্ষনের প্রয়োজন। এদের মধ্যে থেকে ভাল খেলোয়াড় তৈরী হবে। এর মধ্যে ৪ /৫জন ভালো খোলোয়ার আছে যারা বিদেশে খেলার যোগ্য ।

দীর্ঘদিন ধরে নড়াইল টেবিল টেনিসে চাম্পিয়ান ছিল । দীর্ঘ সময় প্রশিক্ষনের মাধ্যমে নড়াইলের হারানো গৌরব আবারো ফিরে পাবে। পর্যাপ্ত টেবিল নাই আরো টেবিল থাকলে ভালো হতো বলে জানান অংশগ্রহনকারী খেলোয়াড়রা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন