হোম অন্যান্যসারাদেশ নড়াইলে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতারণ

নড়াইল অফিস :

আসুন এই শীতে অসহায় শীতার্থ মানুষের মুখের একটু হাসি’র অংশ হই,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে,একটু হাসি সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে। সংগঠনের পক্ষথেকে (২১ ডিসেম্বর) বুধবার সকাল ১১টায় নড়াইল সদর হাসপাতালের সামনে সড়কের পাশে অসহায় হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়।

এসময় সংগঠনের পক্ষ থেকে জানান,আপনাদের বাড়ির অপ্রয়োজনীয় জিনিষ পত্র আমাদের সংগঠনে দিন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিষ পত্র আমাদের থেকে নিয়ে জান,আমরা এর পরবর্তিতে অসহায় শীতার্থদের মাঝে নতুন কম্বল বিতারণ করবো ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপদেষ্টা ড.মো:ছায়েম আলী খান,ডাঃ দীপ বিশ্বাস সুদিপ,মো:আনোয়ার হোসেন মোল্যা,সরফুল আলম লিটু,মুসাম্মাৎ সামিরা খানম,সুমন মোল্যা,নুরুজ্জামান সুমন,গোলাম কিবরিয়া রাজিব,হাসনা খাতুন এবং প্রতিষ্ঠাতা পরিচালক অনিক ইমাম,সংগঠনের সভাপতি শবুজ হোসেন,সহসভাপতি মাকরুম বিশ্বাস,সাধারণ সম্পাদক মারজান মাহামুদ,আবিদুর রহমান আবিদ,জহিরুল আলম পলক,রিপন আহম্মেদ,আছিয়া রহমান (তানহা),শারমিন সুলতানা (রহি),সাদিয়া (তিশা),সাকিব হোসেন,আরাফাত,মুনিয়া আক্তার,দৃষ্টি আক্তার,মো:মারুফ হোসেন,নিলয় খান,রেদোয়ানুল হাসান (রাফি),জারিন তাসনিম (জেবা),হাসিব মোল্যা,পারভিন মিনি,ঝর্ণা আক্তার,ফারিহা আক্তার,পল্লব বিশ্বাস,নাইম হাসান,জমুনা খানম,ফাহমিদা মিম,সাহানা আক্তার প্রমুখ।

শীতবস্ত্র নিতে আসা একাধীক ব্যাক্তি জানান,একটু হাসি সংগঠন থেকে শীতবস্ত্র নিতে পেরে আমরা অনেক খুশি,আমরা সংগঠনের সকলের জন্য দোয়া করি । আমাদের মত অসহায়রা শীতের মধ্যে বেচে থাকতে পারবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন