নড়াইল প্রতিনিধি:
নড়াইলে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই বিতরনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।
নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রীস আহমেদ সহ অনেকে। এর আগে সরকারী বালিকা বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এছাড়া জেলার ৩টি উপজেলার সরকারি -বেসরকারি মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয় ,কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় পাঠ্য পুস্তক বিতরণের উদ্বোধন করা হয়েছে।
নড়াইল জেলায় ২০২১ শিক্ষা বর্ষে মাধ্যমিক পর্যায়ে ১১লক্ষ ৯৩ হাজার খানা পাঠ্যপুস্তক বিতরন করা হবে। এর মধ্যে এবতেদায়ী ১লক্ষ ২৩ হাজার ৫৮৬ খানা,মাধ্যমিক পর্যায়ে ৮লক্ষ ৬৬ হাজার ২৩০ খানা, মাদ্রাসা পর্যায়ে ১লক্ষ ৭৫ হাজার ৫৬১ খানা, এস,এস,সি ভোকেশনাল ১১ হাজার ৬১৬ খানা, দাখিল ভোকেশনাল ৮ হাজার ৭৪৭ খানা। #
