নড়াইল অফিস :
নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শরীরচর্চ্চা,খ্যাদ্যাভাস ও জীবনযাত্রা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ অক্টোবর) সকালে মা ও শিশু কল্যান কেন্দ্রের ইন্সপেক্টর ভবনে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুব্রত কুমার। সদর উপজেলার ৩০ জন স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার অংশগ্রহন করেন।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন ডা.মার্শিয়া আহমেদ,ডা.তনিমা রহমান,ডা.ইসমাইল হোসেন বাপ্পী ও স্বাস্থ্য পরিদর্শক মো.সিরাজুল ইসলাম,এম এম মিজানুর রহমান,মো.আকতার হোসেন।
ক্যাম্পেইনে নিয়মিত শরীরচর্চ্চা,খাদ্যভাস পরিবর্তনের মধ্যদিয়ে জীবনযাত্রা উন্নত করার নানা বিষয়ে আলোকপাত করা হয়। এই বিষয়গুলো নিজ নিজ কর্ম এলাকার মানুষের মধ্যে প্রচারনা করবেন স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা।
