নড়াইল অফিস :
নড়াইলের কালিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রাজ্জাক শেখ। দীর্ঘদিন রোগে ভোগার পর মঙ্গলবার (৮নভেম্বর) রাতে তিনি ইন্তেকাল করেছেন। বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পহরডাঙ্গা মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাযা শেষে গার্ড অফ ওনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় সরসপুর-পহরডাঙ্গা কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হালিম শেখ, নড়াগাতি থানার ওসি ( তদন্ত) আব্দুল গফুর, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম শিকদারসহ ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাগণ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৯ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।