হোম খুলনানড়াইল নড়াইলে রান্নাঘরে ল্যাবরেটরী, দেয়ালিকা প্রকাশিত, মিনি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নড়াইল অফিস:

নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মিনি বিজ্ঞান মেলা, শুকতারা দেয়ালিকা,রান্নাঘরে ল্যাবরেটরী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনব্যাপি এই অনুষ্ঠিত মেলায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে রান্নাঘরে ল্যাবরেটরী,৭ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুকতারা দেয়ালিকা প্রকাশিত ও ৭ম শ্রেণী ধ্রুবতারা শিক্ষার্থীদের মিনি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

এ সময় শতাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো: হায়দার আলী,সহকারি প্রধান শিক্ষক মো: ফিরোজ কিবরিয়া,সিনিয়র শিক্ষক জগদ্বীশ চন্দ্র দে,শেখ হাফিজুর রহমান,পিযুষ কান্তি রায়,মারুফ আহমেদ,সুলতানা বেগম,জাকিয়া খানম,কামরুন নাহার,নাসরিন সুলতানা সহকারি শিক্ষক মোসা: হামিদা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক বলেন, এই মিনি বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে। শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন