হোম অন্যান্যসারাদেশ নড়াইলে রাতের অন্ধকারে প্রতিমা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

নড়াইল অফিস :

নডাইল একটি মন্দিরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। গত বুধবার গভীর রাতে সিঙ্গা-শোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামের দক্ষিণ পাড়া সার্বজনীন হরিমন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের সাধারণ সম্পাদক অচিন্ত্য টিকাদার জানান, মন্দিরের শান্তিমাতা ও হরিচাঁদ ঠাকুর মূর্তি দুটি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টা পর্যন্ত আমরা মন্দিরে ছিলাম গভীররাতে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন, নড়াইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি মলয় কাস্তি নন্দি, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহাসহ নেতৃবৃন্দ।

নড়াইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি মলয় কান্তি নন্দি প্রতিমা ভেঙ্গে ফেলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে দোষিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ শওকত কবীর জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন