নড়াইল প্রতিনিধি:
নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকায় নড়াইল যশোর সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং নিয়ম–অমান্য করায় ১৪ টি মামলা দায়ের , ১১ টি মোটরসাইকেল আটক এবং বিভিন্ন যানবাহনের ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইলের পথ ব্যবহার করে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও দূরপাল্লার পরিবহনের মাধ্যমে মাদক ও অবৈধ পণ্য পরিবহন করে থাকেন অপরাধীরা। পুলিশ জানায়, অভিযানে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালান সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
সেনাবাহিনীর নড়াইলের ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।