নড়াইল অফিস :
নড়াইলে নৌকার মেয়র প্রার্থী আঞ্জুুমানয়ারা ব্যবসায়ী ও সাধারণ জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন । ৫ জানুয়ারী বিকেলে প্রায় ৩ঘন্টা ব্যাপি পৌরসভার রুপগজ্ঞ বাজার এলাকায় তিনি এই শুভেচ্ছা বিনিময় কর্মসুচিতে অংশ গ্রহন করেন। পরিস্কার পরিচ্ছন্ন আধুনিক নগরী গঠনে তার আগামীদিনের পরিকল্পনা জনগণের নিকট এভাবেই পৌঁছে দিচ্ছেন।
এসময় তিনি বিভিন্ন চায়ের দোকান, কাপড়ের দোকান, মুদি দোকান সহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
মেয়র প্রার্থী আঞ্জুুমানয়ারা বলেন, পৌরসভার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, সুপেয় পানি, সোডিয়াম বাতি, মিনি স্টেডিয়াম, শিশুপার্ক, বাইপাস সড়ক, বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ পৌর নাগরিকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে, আগামী পৌর নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
কর্মসুচিতে তার সাথে অংশ নেন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলালীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক জনসাধারণ ।
s