হোম অন্যান্যসারাদেশ নড়াইলে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত

 

নড়াইল অফিস :

নড়াইলে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মচারীর হাতে ত দুইজন বীরমুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।

ঘটনায় বিবারণে জানা যায়,নেজারত শাখার সহকারী নাজির এটিএম বাবর আলীসহ তার অনুসারী কয়েকজন কর্মচারীর হাতে দুইজন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস এ মতিন ও মুক্তিযোদ্ধা এবং জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু লাঞ্ছিত হন। এরই প্রতিবাদে আধা ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সদস্যরা। নড়াইল শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্রেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে অবিলম্বে বীরমুক্তিযোদ্ধা লাঞ্ছনাকারী সহকারী নাজির বাবর আলীকে বরখাস্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

অনুষ্ঠান থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বরখাস্ত করা না হলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষনা দেয়া হয়। পাশাপাশি ১৭ ডিসেম্বর থেকে লাগাতাল অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষনা দেন বক্তরা।এর আগে মুক্তিযোদ্ধা কমপ্রেক্সে জরুরী সভা করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, বীরমুক্তিযোদ্ধা তবিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা এস এ বাকী, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু ও এসএ টিভি নড়াইল প্রতিনিধি আব্দুস সাত্তার প্রমূখ।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবসের অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সহকারী নাজির এটিএম বাবর আলীসহ তার অনুসারী কয়েকজন কর্মচারীর হাতে নড়াইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস এ মতিন ও বীরমুক্তিযোদ্ধা এবং জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু লাঞ্ছিত হয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত এসএ টিভি প্রতিনিধি আবদুস সাত্তার ভিডিও ধারণকালে ওই অফিসের কর্মচারীরা মোবাইলটি জোরপূর্বক কেড়ে নিয়ে যায় এবং ভিডিও ডিলিট করে দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন