নড়াইল অফিস :
সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রাখা, ডিজিটাল অপপ্রচার,গুজব, মাদক বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্নবিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তির আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলার বাগবাড়ি মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব মোঃ ফারুক আহমেদ, জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম আল মামুন, সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ তাজমুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় আশে পাশের বিভিন্ন গ্রাম হতে আগত শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।