নড়াইল অফিস:
নড়াইলে পৌর মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আয়োজনে ডুমুরতলায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নার্গিস আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাওয়া বেগমের সঞ্চালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সঞ্চিতা আহমেদ।
নড়াইল পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সঞ্চিতা আহমেদ বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশে নারীদের সম অধিকার নিশ্চিত করেছে। কর্মক্ষেত্রে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশকে উন্নত করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।’
এসময় সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। এসময় ওয়ার্ড ও পৌর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।