মোস্তফা কামাল:
নড়াইলে মিথ্যা বিজ্ঞাপন ও অসত্য তথ্য দিয়ে পোষাকজাতপণ্য বিক্রি করায় দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় ইউনিক ফর এভার এবং বি-বন্ড নামের এ দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।২২ মার্চ শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, ইউনিক ফর এভার এবং বি-বন্ড নামের প্রতিষ্ঠান দু’টি ঈদকে সামনে রেখে ক্রেতা-সাধারণকে মিথ্যা ও লোভনীয় বিজ্ঞাপন সহ মনগড়া ডিসকাউন্ট প্রদর্শন করে ক্রেতা সাধারণকে ঠকাচ্ছে বলে আমরা প্রমাণ পেয়েছি। তাদের প্রতিষ্ঠানে ৫০% ও ৪০% ডিসকাউন্ট প্রদর্শনের বিপরিতে তারা আমাকে কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং পোষাকের গায়ে ট্যাগে বিভিন্ন অসত্য তথ্য প্রদর্শন করেছে। এর স্বপক্ষেও ওই দু’টি প্রতিষ্ঠান কোন লিগাল ডকুমেন্টস দেখাতে পারেনি। এসব অপরাধে এ দু’টি প্রতিষ্ঠানকে ভোক্তার অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ও ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের সর্তক করে দেয়া হয়েছে।
এ সময় নড়াইল জেলা ক্যাবের সেক্রেটারী কাজী হাফিজু রহমান, ক্যাবসদস্য স্বপ্নারানীরায়, ক্যাব সদস্য হাসিবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারি বিউটি খানম, ৩জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয়রা জানান এ দু’টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লোকজনের সাথে প্রতারনামুলক ভাবে ব্যবসা করে আসছে। এদের কাছ থেকে পণ্য কিনে অনেকেই প্রতারিত হয়েছেন। ##