হোম খুলনানড়াইল নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ

নড়াইল অফিস:

৫ বছরের নিচে ৯৭ হাজার ৬’শ ৮০ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে ) বেলা ১২ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, ২ জুন সারা দেশের মতো নড়াইলেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করেন নড়াইলের সিভিল সার্জন ডা.সাজেদা বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার সিভিল সার্জন ডা.মশিউর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.সুভাশিষ বিশ্বাস এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসালাম,সাধারণ সম্পাদক নন্দিতা বোস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এড.আলমগীর সিদ্দিকী,সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এবার নড়াইলের তিন উপজেলায় ১ বছরের নিচে ১১ হাজার ৯২৩জন এবং ৫ বছরের নিচে ৮৫ হাজার ৭৫৭ জন শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১হাজার ২০টি কেন্দ্রের মাধ্যমে ২৫০ স্বাস্থ্যকর্মী এবং ২হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক ভিটামিন এ কার্যক্রমে যুক্ত থাকবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন