নড়াইল অফিস:
নড়াইলের লোহাগড়ায় রড দিয়ে পিটিয়ে মামা মো. সিরাজুল ইসলাম (৫৫) কে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগ্নে শান্তর বিরুদ্ধে।
সোমবার (৩ জুলাই) রাতে লোহাগড়া উপজেলার রায়গ্রাম মধ্যপাড়া শিব মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেশ মোল্লার ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোল্লার সাথে তার দুঃসম্পর্কের ফুফাতো ভাই ও প্রতিবেশী গফফার মোল্লার ছেলে শান্ত মোল্লার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয় মহব্বতের। পরে সে বাড়ি ফিরে এ বিষয়ে জানালে, সিরাজুল শান্তকে ডেকে এ বিষয়ে জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় শান্ত ক্ষিপ্ত হয়ে তার কয়েকজন সহযোগীকে নিয়ে রড ও লাঠিসোটা দিয়ে হামলা করেন সিরাজুলের ওপর এসময় তিনি গুরুতর আহত হন।
স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্তর রডের আঘাতে সিরাজুল মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ তার ছেলে ছেলে মহব্বতের।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের পাঠানো হয়েছে। এছাড়া এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।