হোম ফিচার নড়াইলে বেদে ঘাটিতে শিশুশিক্ষা ও বাল্যবিয়ে বন্ধে উদ্বুদ্ধকরন কর্মসূচী

নড়াইল অফিস :

নড়াইল স্বপ্নের খোজে ফাউন্ডেশনের,স্বপ্নের পাঠশালার শিক্ষার্থী ও অভিবাবকদের নিয়ে ভাসমান বেদে সম্প্রদায়ের মান উন্নয়নে, বাল্যবিয়ে বন্ধে ও শিশুশিক্ষা উদ্বুদ্ধকরন কর্মসূচী গ্রহন করেছে।

এই কর্মসুচীকে আরো বেগবান করতে শনিবার(৯ অক্টোবর) বিকালে সদরের শাহাবাদ ইউনিয়নের ঘোড়াখালি ঘাটে জেলা প্রশাসন মোহাম্মদ হাবিবুর রহমান বেদেঘাটি পরিদর্শন করেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসক বেঁদে সম্প্রদায় এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে, বাল্যবিবাহের কুফল, শিশুশিক্ষা ও বেদে সম্প্রদায়ের মান উন্নয়ন সর্ম্পকে নানাদিক তুলে ধরে বক্তব্য দেন। স্বপ্নের পাঠশালার সকল কার্যক্রম পরিদর্শন শেষে জেলা প্রশাসক স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পাশে আছেন বলে আস্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু,স্বপ্নের খোজে ফাউন্ডেশনের সভাপতি মীর্জা গালিব সতেজ, স্বেচ্ছাসেবক এস এম শাপরান,সোহাগ ফারাজী,শাহরিয়ার রোহান রাজ,ফারিবা,মোহাম্মাদ শামীম হোসেন,রানা ,পর্বত,সৌরভ প্রমুখ।

এরপর বেদেপল্লীর শিশুদের শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে তাদের হাতে বই,শ্লেট ও খাতা প্রদান করা হয়। গত দুই বছর ধরে নড়াইলের বিভিন্ন এলাকায় ভাসমান ৬টি বেদে ঘাটিতে শিশুশিক্ষা প্রদান করে আসছে স্বপ্নের খোজে ফাউন্ডেশন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন