হোম অন্যান্যসারাদেশ নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

নড়াইল অফিস:

জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। সোমবার সিভিল সার্জন অফিসে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন অফিস থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন।

এসময় বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত চন্দ্র ঘোষ, নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ সুজল কুমার বকশি, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ অনিন্দিতা ঘোষ, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ শুভাষিষ বিশ্বাস প্রমূখ। এসময় স্বাস্থ্যকর্মী, ডাক্তার, স্বাস্থ্য সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন