হোম অন্যান্যসারাদেশ নড়াইলে বিভিন্ন আয়োজনে ২১ শে আগস্টে শহীদদের স্মরন

নড়াইল অফিস:

নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরন করা হয়েছে। এই উপলক্ষে সকালে পুরাতন বাসটার্মিনালে অবস্থিত জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়।

কর্মসুচির মধ্যে সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন ও শহীদ স্মরনে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের পক্ষ একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাসটার্মিনালে এসে শেষ হয় এবং সেখানে অবস্থিত জাতির পিতার ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় নড়াইল -০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পক্ষে, জেলা ছাত্রলীগ ও নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন