হোম অন্যান্যসারাদেশ নড়াইলে বিভন্ন জলাশয়,পুকুর ও বিলে মৎস্য পোনা অবমুক্তকরণ

নড়াইলে বিভন্ন জলাশয়,পুকুর ও বিলে মৎস্য পোনা অবমুক্তকরণ

কর্তৃক
০ মন্তব্য 77 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইল সদর উপজেলার নির্বাচিত জলাশয়ে ও বিলে মৎস্য অধিদপ্তরের ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেমবর বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলা মৎস্য অফিস আয়োজনে পোনা অবমুক্ত করা হয়। সদর উপজেলা পরিষদ পুকুরে মৎস্য অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

উপজেলার সরকারি বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের পুকুর বা জলাশয়ে প্রায় ৪শ কেজি কার্প জতীয় মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

নড়াইলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার কৃষ্ণা রায়, সমাজসেবা কার্যালয়, নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদার, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাধায়ক মোঃ আসাদুজ্জামান,জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন