নড়াইল অফিস:
নড়াইলে চলতি অর্থবছরে মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ মার্চ) দুপুরে নড়াইল সদর কৃষি অফিস চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সদর উপজেলায় ২ হাজার ৪ শত জন কৃষকের মাঝে প্রতি জনকে ৫ কেজি করে আউশ ধানের বীজ , ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।
এ সময় নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান ও সুবিধাভোগী কৃষকেরাও উপস্থিত ছিলেন।