হোম জাতীয় নড়াইলে বিদ্যুতায়ীত হয়ে নুরুজ্জামান নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু

নড়াইলে বিদ্যুতায়ীত হয়ে নুরুজ্জামান নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 96 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলে বিদ্যুতায়ীত হয়ে নুরুজ্জামান নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ সেপ্টেমবর মঙ্গলবার সকালে নড়াইল শহরের আনসার অফিসের পাশে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানায়, নুরুজ্জামান প্রতিদিনের মতো সকালে ইজিবাইক নিয়ে কাজে বের হতে গ্যারেজে আসেন। সেখানে চার্জে থাকা ইজিবাইকের ব্যাটারি থেকে তার খুলে বিদ্যুৎ বিছিন্ন করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। মুহুর্তে বিদ্যুতের ঝটকায় ছিটকে গিয়ে ইজিবাইকের সঙ্গে মাথায় প্রচন্ড আঘাত লেগে তৎক্ষনাৎ নুরুজ্জমানের মৃত্যু হয়। নড়াইল সদরের শহরতলীর নাকসী গ্রামের বাসিন্দা নুরুজ্জমান। তার অকাল মৃত্যুতে শ্রমিকঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আহাজারি এক মাত্র সন্তানকে নিয়ে ভবিষ্যৎ ভাবনায় দিশেহারা নুরুজ্জমানের স্ত্রীর। বুকফাটা কান্না কিছুতেই থামছেনা। এছাড়া স্বজন, সহকর্মী কেউই মানতে পারছেন না প্রিয় মানুষটির এভাবে চলে যাওয়া।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন