নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় বিজয় দিবসের কনসার্ট চলাকালে সেলিম হোসেন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলা পরিষদ ডাকবাংলো চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির কনসার্ট প্রোগ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত সেলিম হোসেন উপজেলার বড়-কালিয়া এলাকার আমিন শেখের ছেলে। তিনি কালিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল রানার অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কালিয়া উপজেলা পরিষদের ডাক বাংলো চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে কনসার্ট চলছিলো। প্রোগ্রাম চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় সেলিম হোসেনের। পরে অজ্ঞাত ব্যক্তির ছুড়িকাঘাতে ওই যুবক গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন।
এ ব্যাপারে কালিয়া থানা পুলিশের ওসি মো.রাশিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি, তবে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।