হোম অন্যান্যসারাদেশ নড়াইলে বালি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ১২বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নড়াইল অফিস :

নড়াইলে বালি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ১২বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে নড়াইল-কালিয়া সড়কে কালিয়া উপজেলার আটলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রলিটিকে স্থানীয়রা আটক করলেও এর চালক পালিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসমাইল শেখ নামে দূর্ঘটনার শিকার ঐ মাদ্রাসাছাত্র সকালে নিজের সাইকেল নিয়ে বাড়ির অদূরে রাস্তায় ঘোরাফেরা করছিল। এসময় নড়াইল অভিমুখী একটি বেপরোয়া গতির বালি বোঝাই ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে গগুরুত্বর আহত হয়। এ অবস্থায় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ দিকে আটক করা হয় ট্রলিটিকে। নিহত ইসমাইল চাঁচুড়ি কদমতলা গ্রামের কৃষক ফুরকান শেখের ছেলে। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন