হোম ফিচার নড়াইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নড়াইল অফিস :

নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ৮টায় লোহাগড়া জামরুলতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচন সভা, এবং দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৯ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, নোয়াগ্রাম ইউনিয়নের নবনিবার্চিত চেয়ারম্যান মুন্সি জোসেফ হোসেন, জয়পুর ইউনিয়নের নবনিবার্চিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন, মোস্তফা কামাল লিয়ন, শরিফ আলি আজগর প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন বলেন, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে, এই দিনেই বাংলাদেশ প্রকৃত বিজয় অর্জন করে। তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নতি করতে হলে জাতির পিতা কর্ম ও আদর্শকে ধারণ করতে হবে।” আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন