নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে আব্দুল মোতালেব (৬৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।বুধবার (১৯ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মাদ শাহিনুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আব্দুল মোতালেব গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের উত্তরপাড়ার মৃত আবুল কালাম শেখের ছেলে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ জানুয়ারি বেলা ১২টার সময় নড়াইল শহরের রুপগঞ্জ গোডাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি মটরসাইকেল গ্যারজের সামনে সড়কের উপর দাঁড়ানো অবস্থায় আসামি মোতালেবের হাতে থাকা কাঠের ও কাঁচের চুড়ি, ফিতা ও কসমেটিক্সের বাক্স তল্লাশিকালে বাক্সের মধ্যে চুড়ি ও ফিতার নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৭ বোতল ফেনসিডিল পায় মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল সার্কেলের সদস্যরা।এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলার এজাহার দায়ের করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আলী শেখ।এ মামলায় আসামি মোতালেবকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্বে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।