হোম এক্সক্লুসিভ নড়াইলে পৈত্রিক ভিটা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব চরমে

নড়াইল অফিস:

নড়াইলে সদর উপজেলার গুয়োখোলায় পৈত্রিক ভিটা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বড় ভাইকে উচ্ছেদের পায়তারার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এদিকে পাল্টা অভিযোগ করছেন ছোট ভাই। স্থানীয়ভাবে কয়েক দফায় শালিস-বৈঠক করেও কোন সমাধান মেলেনি। সর্বশেষ বিচার নিয়ে আদালতে শরণাপন্ন হয়েছেন বিপুল সেন ও সাগর সেন নামে ওই দুই ভাই।

বিপুল সেন অভিযোগ করে জানান, ২০০৮ সালে তার বাবা মৃত মানিক সেন ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে বাড়িতে আসার পরে তার ছোট ভাই সাগর সেন ডাক্তার দেখানোর কথা বলে বাবাকে নড়াইলে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কৌশলে বাবার কাছ থেকে ২১৭ শতক জমি তার মায়ের নামে দলিল করে দেন। সেখান থেকে ১১০শতক জমি মায়ের নামে নাম পত্তন করা হয়। এরপর বড় ভাইকে বাদ দিয়ে গোপনে সাগর মোট জমি থেকে ৬৯ শতক জমি মায়ের থেকে নিজের নামে করে নেন। যার মধ্যে তাদের পৈত্রিক ভিটার ৩০ শতক জমিও রয়েছে। যে ভিটায় বসত করেন বিপুল সেন। এরপর থেকে পৈত্রিক ভিটা থেকে বড় ভাই বিপুলকে উচ্ছেদের চেষ্টা শুরু করে সাগর।

এদিকে জমি লিখে নেয়ার ঘটনা জানতে পেরে বড় ভাই বিপুল সেন আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-(৩/২০১২)। মামলার পর থেকেই বড় ভাই বিপুলকে নানাভাবে হয়রানি শুরু করে ছোট ভাই সাগর। একবার নড়াইলে একটি প্রজেক্টের পরীক্ষা দিতে গেলে শহরের রাম কৃষ্ণ আশ্রমের সামনে মাস্তান বাহিনী দিয়ে বিপুলকে মারপিট করে । সেসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং কেটে যায় পরে স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ফের মাস্তানরা তাকে হুমকি দেয়। পরে সে বাড়ি চলে আসে এবং খুলনায় থেকে চিকিৎসা নেন। এরপর উন্নত চিকিৎসার জন্যে একাধিকবার ভারতে চিকিৎসা নিতে যায়।

এছাড়াও বিভিন্ন সময়ে বড় ভাই বিপুলকে জব্দ করতে ছোট ভাই সাগর ওই এলাকার প্রভাবশালী অসীম বিশ্বাস, মলয় বিশ্বাস, আশিষ ভৌমিকসহ তাদের সহযোগী লোকজন দিয়ে হেনস্থা করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন একটি জমি থেকে প্রায় আড়াই লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে সাগর । সেই টাকার ভাগ চাইলেও সে তা দেয়নি। কিছুদিন আগে বাড়ি ভাংচুর করছে। বাধ্য হয়ে এসব ঘটনায় ছোট ভাইয়ের বিরুদ্ধে আদালতে একটি ৭ ধারা, ৪৪ ধারা এবং গাছ কাটা নিয়ে একটি মামলা করেছে। মামলার পরও হুমকি-ধামকি অব্যাহত রয়েছে। ফলে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে পরিবারটি।

এদিকে বড় ভাইয়ের করা সকল অভিযোগ অস্বীকার করে ছোট ভাই সাগর সেন বলেন, তার বড় ভাই বিপুল থাকতেন গ্রামে। আর তিনি থাকতেন জেলা শহরে। তার বাব-মা শহরে তার সাথেই বসবাস করতেন। তার বাবা মারা যাওয়ার আগে মায়ের নামে ২১৭ শতক জমি লিখে দিয়ে যায়। সেখান থেকে ১১০শতক জমি মায়ের নামে নাম পত্তন করা হয়। বাকি জমি নাম পত্তন না করায় দুই ভাই ভাগ করে ভোগ করে আসছেন।

এদিকে দীর্ঘদিন ধরে বড় ভাই কোন খোঁজ খবর না নেয়ায় মা অভিমানে ছোট ছেলের (সাগর) নামে ৬৯ শতক জমি লিখে দেন। আর বাকি জমি মা বিক্রি করে দেন। এখন তার নামে থাকা বসতভিটার জমি থেকে বড় ভাইকে অর্ধেক জমি দিতে চেয়েছেন। কিন্তু বড় ভাই তাও মানতে নারাজ। ভিটেয় থাকা তার দুটো ঘর বড় ভাই দখল করেছে। জমি থেকে গাছ বিক্রি করা টাকাও ভাগ করে বড় ভাইকে বুঝিয়ে দেয়া হয়েছে। এখন সে তা অস্বীকার করছে। বসতভিটায় থাকা তার একটি ঘরও ভাঙচুর করেছে বড় ভাই বিপুল। এ নিয়ে তিনিও আদালতের দ্বারস্থ হয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, জমি-জমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। তবে বাড়িঘর ভাঙচুরের ব্যাপারটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন