নড়াইল অফিস :
নড়াইলে পৃথক সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছে। সোমবার (৩ আগষ্ট) দুপুরে হবোখালী ও চন্ডিবরপুর এলাকায় জমিজমা এবং পাট চুরি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হবোখালী ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে সম্প্রতি সামাদ মোল্যা নদীতে পচানী দেয় । সেই পচানী দেয়া পাট চুরির অপরাদে একই গ্রামের আলী শেখকে দায়ী করেন। এ নিয়ে দু’পক্ষে কয়েক দিন ধরে বিরোধ-উত্তেজনার এক পর্যায়ে সোমবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে অন্তত ১০জন আহত হয়। এ দিকে চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোগ্রামে অধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে একই দিন দুপুরে হাফিজুর ফকির ও আইয়ুব সরদার পক্ষের মধ্যে সংঘর্ষে দু’পক্ষে আন্তত ১৫জন আহত হয়।
উভয় ঘটনায় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুটি ঘটন্য় মামলার প্রক্রিয়া চলছে। সট-ডাঃ আ ফ ম মুশিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, আধুনিক সদর হাসপাতাল, নড়াইল।