নড়াইল প্রুতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মা চায়না বেগম (৩৩), মেয়ে সোনিয়া খাতুন (১৫), ও আব্দুর শুকুর (৫০) নামে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ব্যবসাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। আহত চায়না বেগম ও তার মেয়ে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ব্যবসাহীপাড়া এলাকার মো. আবুল মুন্সীর স্ত্রী ও কন্যা। এবং আহত আব্দুর শুকুর মো. আবুল মুন্সীর বড় ভাই।
এ বিষয়ে আবুল মুন্সী বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার বড় ভাই আব্দুর রাজ্জাক (৫৫), ভাইপো মো. জুয়েল (২৮) ও ভাই বঊ মোছা. সীখা বেগম আমার স্ত্রী, মেয়ে ও বড় ভাই আব্দুর শুকুরের উপর হামলা করে। হাতে, পায়ে, পিটে, মাথাসহ একাধিক স্থানে পিটিয়ে জখম করেছে। ওদের নামে লোহাগড়া থানায় মামলা করছি। আমি ঘটনার যথাযথ বিচার চাই। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।