নড়াইল অফিস:
নড়াইলে পূর্ব বিরোধের জেরে দুই গৃহবধুকে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮নভেম্বর) সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আহত দুই গৃহবধুকে সন্ধায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
ভূক্তভোগীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাগডাঙ্গা গ্রামের আকবর মোল্যা পক্ষের সঙ্গে পার্শ্ববর্তী চররামসিদ্দি গ্রামের মিরান সিকদার গ্রুপের বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে কয়েক দিনে পৃথক হামলা পাল্টা হামলায় উভয়পক্ষে কয়েকজন আহত হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮নভেম্বর) বিকালে আকবর মোল্যার পক্ষের শোয়েব মোল্যার স্ত্রী হেলেনা ও ইকরাম মেল্যার স্ত্রী রহিমা প্রতিপক্ষ মিরান মোল্যার বাড়ির পাশে নিজেদের ক্ষেতে আবাদকৃত লালশাক তুলতে যায়।
এ সময় মিরান সিকদারের নেতৃত্বে তারা হামলার শিকার হন। এ সময় প্রতিপক্ষের বেধড়ক লাঠির আঘাতে গুরুত্বর আহত দুই নারীকে উদ্ধার করে স্বজনরা নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরিক্ষা শেষে তাদের দুই পা ভেঙ্গে গেছে বলে দায়িত্বরত চিকিৎসক জানান। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবয়াদুর রহমান ।