হোম খুলনানড়াইল নড়াইলে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার রকিকে জেলহাজতে প্রেরণ

নড়াইলে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার রকিকে জেলহাজতে প্রেরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে গত ৪আগষ্ট ছাত্র জনতার মিছিলে হামলার অন্যতম নেতৃত্বদানকারি নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার রাকিবুল ইসলাম রকিকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জুলেয় রানা আসামী রকিকে জেলহাজতে পাঠানের নির্দেশ দেন। দেশব্যাপি পরিচালিত যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে এর আগে এদিন ভোরে পুলিশ রকিকে আটক করতে সক্ষম হয়। পরে আইনগত প্রকৃয়া শেষে দুপুরের দিকে তাকে আদালতে তোলা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জানান, দেশব্যাপি পরিচালিত যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’এর আওতায় নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার রাকিবুল ইসলাম রকিকে পুলিশ আটক করে। বিগত ৪ আগষ্ট নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপর ছাত্র-জনতার মিছিলে হামলার ফুটেজ দেখে রকিকে সনাক্তের পর তাকে আটকের চেষ্টা চলছিল। এর এক পর্যায়ে মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) ভোরে নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকায় রকির অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পরে ছাত্র-জনতার উপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে রকিকে দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রকি ভওয়াখালী এলাকার মিকাইলের ছেলে। তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন