নড়াইল অফিস :
নড়াইলের চিহ্নিত চাঁদাবাজ, সুদে কারবারি, মোহনা টিভির সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলুর নামে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। নিলুর চাঁদাবাজির শিকার আয়শা আজমিনা ডালিয়া নামে রোগাক্রান্ত স্বামীকে নিয়ে জীবন সংগ্রামী এক অসহায় নারী বাদি হয়ে সোমবার (২৭জুন) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে এ মামলা দায়ের করেন। আদালত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদির অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভ’ক্ত করে নেয়ার নির্দেশ দিয়েছেন। ভু’ক্তভোগী আয়শা আজমিনা ডালিয়া সদর উপজেলার তুলারামপুর গ্রামের মোঃ আরিফুল কবিরের স্ত্রী।
মামলা সূত্রে জানাগেছে, ডালিয়ার স্বামী আরিফুল পেশায় একজন ট্রাক চালক হলেও হৃদরোগ ও এ্যাজমায় আক্রান্ত হওয়ায় দীর্ঘদিন কর্ম অক্ষম। ডালিয়া তাদের বাড়ির সামনে একটি ছোট্ট মুদি দোকান চালিয়ে স্বামীর চিকিৎসাসহ সংসারের ব্যায় বহন করে। এ অবস্থায় অনুমানিক ৪/৫ মাস আগে বাদির স্বামী আরিফুল একটু সুস্থতা বোধ করায় তাদের বাড়ির পাশে ট্রেন লাইনে বালু সরবরাহকারি তানহা এন্টারপ্রাইজের সঙ্গে ভাড়ায় ড্রাম ট্রাক সরবরাহের কাজ নিয়ে সেখানে বিভিন্ন মালিকের নিকট থেকে এনে ১০টি ট্রাক ভাড়া দেয়। প্রথম দিকে তানহা এন্টারপ্রাইজ ট্রাকের ভাড়া ঠিকমতো পরিশোধ করলেও পরে ভাড়া দিতে গড়িমসি করলে তাদের কাছে আরিফুলের অনেক টাকা বাকি পড়ে।
এ নিয়ে তানহা এন্টারপ্রাইজের মালিকের সঙ্গে বিরোধের একপর্যায়ে পাওনা টাকার দাবিতে গ্রামের লোকজন নিয়ে তাদের বালুর বেডে গিয়ে কাজে বাঁধা দিলে অরিফুলসহ গ্রামের অন্যান্যদের বিরুদ্ধে বালুর বেডে গিয়ে ১০লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ উত্থাপন করা হয়। এ পর্যায়ে হাফিজুল করিম নিলু আরিফুলের বাড়ি গিয়ে নিউজ করে তাদের জেলে ঢোকানোর হুমকি দিয়ে ১১হাজার টাকা চাঁদা আদায় করে।
এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত কবির।
প্রসঙ্গত, সাংবাদ প্রকাশের হুমকি দিয়ে এর আগে এক চেয়ারম্যানের নিকট নড়াইল প্রেসক্লাবের সদস্য বহুল আলোচিত হাফিজুল করিম নিলুর চাঁদা দাবির ফোনালাপের অডিও রেকর্ড সব মহলে ব্যাপক সমালোচিত হয়।