নড়াইল অফিস :
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে পক্ষে কাজ না করায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। কালিয়া উপজেলা সদস্য বিজয়ী প্রার্থী খাঁন শাহিন সাজ্জাদ পলাশ ও তার সমর্থকরা। গতকাল সন্ধায় নির্বাচনী ফল ঘোষনা হবার পর এই ঘটনা ঘটে। ঘটনার পর জীবনের ঝুঁকিতে রয়েছে মুক্তিযোদ্ধা ও তার পরিবার। এই হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা উপজেলার খাশিয়াাল ইউনিয়নের চোরখালী গ্রামের মৃত সুরেন্দ্রনাথ দাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস দাস।
হামলার শিকার শ্রীবাস দাস জানান, জেলা পরিষদ নির্বাচনে আমার ছেলে দেবাশীষ দাস আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুভাষ বোসের আনারস প্রতীকের কর্মী হওয়ার কারণে আজকের এই হামলা করা হয়। আমাদের গ্রামের রওশন খানের ছেলে খাঁন শাহিন সাজ্জাদ পলাশ, সোহাগ খাঁন, শিমুল খাঁন,হিমুখানসহ ৫০-৬০জন সন্ত্রাসী বাহিনী এই হামলা করে।
এসময় মুক্তিযোদ্ধা শ্রীবাস দাসের ঘরের জানালা, টিনের বেড়া,চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে । হামলার বিষয়ে জানতে পলাশ খানের সাথে যোগাযোগ করা হলে, তিনি অস্বীকার করে বলেন, ঘটনাটা কে বা কারা ঘটিয়েছে আমি জানিনা, আমার উপর দোষারোপ করার জন্য এমন ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি।
নড়াাগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, হামলার ঘটনা জানতে পেরে আমি পুলিশ ফোর্স ঘটনা স্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় কোনো পক্ষ এ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আমি বিষয়টি তদন্ত করছি প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।