নড়াইল প্রতিনিধি :
নড়াইলে নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হলেন নড়াইলের কৃতি সন্তান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সচিব খাজা মিয়া। এ উপলক্ষে রবিবার (২৬ ফেব্রুয়ারি) কালিয়া উপজেলার কলাবাড়িয়া এলাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল কালিয়া উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কতৃক নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ সমাবেশ ও মতবিনিময়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সচিব খাজা মিয়া প্রধান অতিথি ছিলেন। মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল কালিয়া উপজেলা কমান্ডারও উপজেলা নির্বাহী কর্মকতা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, জেলা পরিষদের সদস্য খান শাহীন সাজ্জাদ পলাশসহ বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বই পুস্তক পড়ার আহবান জানান। প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।