হোম খুলনানড়াইল নড়াইলে নার্সদের কর্মবিরতিতে চরম দুর্ভোগে রোগীরা

নড়াইলে নার্সদের কর্মবিরতিতে চরম দুর্ভোগে রোগীরা

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে নার্সদের কর্মবিরতি দুর্ভোগে পড়েছে রোগীরা। সেবা বঞ্চিত হয়ে অনেকেই অসুস্থ্য হয়ে পড়ছেন। আবার অনেকেই হাসপাতাল ছেড়ে ক্লিনিকে ছুটছে । জরুরী বিভাগ থেকে চিকিৎসকরা চিকিৎসা দিলেও হাসপাতালের বিছানায় বিনা চিকিৎসায় কাতরাচ্ছে রোগীরা।

জানাগেছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছে।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে বুধবার নড়াইল সদর হাসপাতাল চত্বরে কর্মবিরতি পালনকালে তাদের দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বক্তব্য দেন সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আহবায়ক শাহিনুর খাতুন, সংস্কার কমিটির সদস্য পলি কুন্ডু ও মুজিদা খানম ও সিনিয়র স্টাফ নার্স বিউটি পারভীন সহ অনেকে।

এর আগে গত ১ অক্টোবর থেকে ৩ঘন্টা কর্মবিরতি পালন করে। কয়েকদিন আন্দোলন স্থাগিত থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় কর্মবিরতি শুরু হয়েছে। দাবি মেনে নেয়া না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন