নড়াইল অফিস:
নড়াইলে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে ৭জন পল্লী বিদ্যুৎ শ্রমিক গুরুতর আহত হয়েছে। রবিবার রাত আড়াইটার দিকে নড়াইল শহরতলীর কমলাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুত্বর এক শ্রমিককে যশোর মেডিক্যেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্যান্যদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আহত শ্রমিকরা জানায়, নড়াইল সদরের রতডাঙ্গা এলাকায় ট্রাকের ধাক্কায় একটি বৈদুতিক পিলার ভেঙ্গে পড়ার খবর পেয়ে জরুরি ভিত্তিতে ভেঙ্গেপাড়া পিলারটির পুনঃস্থাপনে রাত দেড়টার দিকে একই উপজেলার তালতলা পল্লী বিদ্যুৎ কেন্দ্র থেকে নসিমন যোগে কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে যায়। সেখানে তারা কাজ শেষে করে তালতলা কেন্দ্রে ফেরার পথে তাদের নসিমনটি কমলাপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে। এতে চালকসহ ৭নসিমন যাত্রি আহত হয়। তদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুত্বর একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তরিত করা হয়েছে, বাকিদের নড়াইলে চিকিৎসা চলছে।