নড়াইল অফিস :
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীর চর থেকে অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার কা নপুর-কালিয়া খেয়া ঘাটের পূর্বপার থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে।
মরদেহটি অর্ধগলিত থাকায় পরিচয় সনাক্ত করা এবং তাৎক্ষনিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম।
পুলিশ জানায়, নবগঙ্গা নদীর কা নপুর-কালিয়া খেয়া ঘাটের পূর্বপারে নদীর চরে মরদেহটি আটকে ছিল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে কালিয়া থানায় খবর দেন। পরে পুলিশ এসে অজ্ঞাত ওই নারীর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন জানতে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
