নড়াইল অফিস:
“অন্ধত্ব থেকে মুক্তি আমাদের অঙ্গীকার” এই শ্লোগানে নড়াইলে দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের ৪র্থ শাখার উদ্বোধন করা হয়েছে। ১৬ জুন শুক্রবার বেলা ১১টায় প্রধান অতিথি নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এড সুবাস চন্দ্র বোস চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন। নড়াইল শাখার সভাপতি শেখ হানিফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম শাহিন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শাহজাহান সিরাজ,সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ,মোঃ আজগর হাওলাদার প্রমুখ। উদ্বোধন উপলক্ষ্যে জেলার বিভিন্ন ইউয়িনের প্রায় ১শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
উদ্বোধনের আগে আলোচনা সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম শাহিন তার বক্তব্যে বলেন, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একজন এম,বি,বিএস ডাক্তার থাকবেন ২শত টাকা নিয়ে রোগী দেখবেন। মানুষ মনে করেন চক্ষু অপারেশন করতে না জানি কত টাকা লাগে। অল্প টাকায় আমরা অপারেশন করে দেব। সাধারণত মানুষ ইন্ডিয়ান লেন্স বেশী ব্যবহার করে আমি নড়াইলে মাত্র ৬ হাজার টাকায় অপারেশন করে লেন্স লাগিয়ে দেব। এখন থেকে আর ২০ হাজার ,৪০ হাজার টাকা খরজ করতে হবেনা। এই হাসপাতালে ফ্যাকো অপারেশন করবো সে ক্ষেত্রে ইনজেকশন ব্যান্ডেজ কিছুই লাগবেনা।