নড়াইল অফিস:
নড়াইলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের আইন শৃংখলা রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপরে সদর থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) হারান চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশের বিশেষ শাখার(ডিআই-১) মীর মরলিফুল হক, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নিখিল কুমার সরকার, পৌর কমিটির সাধারন সম্পাদক অসীম দাস,সাংবাদিক আশোক কুন্ডু, প্রমূখ। এসময় সদও উপজেলার পূজা মন্ডপ কমিটির সভাপত-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী তার বক্তব্যে বলেন, আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন।
সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে। পাশাপাশি মাদক, জুয়া ,ডিজে গান ও ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে সজাগ থাকতে হবে। যে কোন ধরনের অশ্লীল কর্মকান্ড থেকে বিরত থাকতে আহবান জানান বক্তারা।
মত বিনিময় সভায় বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃৃন্দসহ ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদর উপজেলার ২৬৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান পূজা কমিটির নেতৃবৃন্দ।